×
ঢাকা ফ্যামিলি হেলথ কেয়ার লিমিটেড
পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য
"ঢাকা ফ্যামিলি হেলথ কেয়ার লিমিটেড" বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানে দেশের সকল শ্রেণী-পেশার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হেলথ কার্ডের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হলো একটি সুরক্ষিত স্বাস্থ্য সেবার ব্যবস্থা নিশ্চিত করা, যাতে কেউ আর্থিক সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। এছাড়াও আমাদের পরিকল্পনায় রয়েছে ঢাকা ফ্যামিলি ল্যান্ড প্রপার্টি, ঢাকা ফ্যামিলি রিসোর্ট এন্ড পার্ক, ঢাকা ফ্যামিলি শপ, ঢাকা ফ্যামিলি কুরিয়ার সার্ভিস, ঢাকা ফ্যামিলি এগ্রো ফার্মসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান একত্রিত করে একটি গ্রুপ অব কোম্পানি গড়ে তোলা হবে ইনশাল্লাহ।